রাজশাহী বিভাগের নিয়ন্ত্রনাধীন ০৮টি জেলা সঞ্চয় অফিস/ব্যুরোর দাপ্তরিক ও প্রশাসনিক কার্যক্রম তদারকি।
০৮টি জেলার কর্মকর্তাগণের সফর সূচী, সফর বিবরণী ও ভ্রমন ভাতা বিল অনুমোদন।
আঞ্চলিক অফিসের কর্মকর্তা ও কর্মচারীগণের ভ্রমন ভাতা বিল অনুমোদন।
৩য় ও ৪র্থ শ্রেণীর কর্মচারীগণের অর্জিত ছুটি মঞ্জুরী সর্বোচ্চ ৩(তিন) মাস পর্যন্ত ।
শ্রান্তি বিনোদন ভাতা ও ছুটি মঞ্জুরী (বরাদ্দ প্রাপ্তি সাপেক্ষে)।
প্রসূতি কালীন ছুটি মঞ্জুরীর ব্যাপারে সুপারিশ নামা।
আঞ্চলিক অফিসের আওতাধীন ৩য় শ্রেণীর কর্মচারীগণের বার্ষিক বর্ধিত বেতন মঞ্জুরী।
দাপ্তরিকভাবে প্রাপ্ত পেনশন , আনুতোষিক ও বিভিন্ন প্রকার ঋণ মঞ্জুরী বাজেট বরাদ্দ ব্যাপারে আবেদন করা হলে উহা যথার্থ নিরীক্ষান্তে সুপারিশসহ প্রধান কার্যালয়, জাতীয় সঞ্চয় অধিদপ্ত, ঢাকা প্রেরণ।
রাজশাহী বিভাগের নিয়ন্ত্রনাধীন ০৮টি জেলা সঞ্চয় অফিস হতে প্রাপ্ত সঞ্চয়পত্রের চাহিদা পত্র অনুমোদন।
সঞ্চয় প্রকল্পের প্রচার ও উদ্বুদ্ধকরণ কার্যক্রম : বিভিন্ন প্রকার সঞ্চয়পত্রের সুযোগ-সুবিধা বিষয়ক প্রচার পুস্তিকা, লিফলেট ইত্যাদি ঢাকা হতে আনয়ন অথবা স্থানীয়ভাবে মুদ্রণ করে বিলি ব্যবস্তাকরণ সহ প্রচারণ্য কার্যক্রম।
সঞ্চয় পত্র বিক্রয় ফরম, নমুনা স্বাক্ষর কার্ড, কুপন প্যাড, বিক্রয় বিবরণী প্যাড, ভাংগানো প্যাড, বিক্রয় রেজি: মজুদ রেজি: ইত্যাদি উপকরণ রাজশাহী বিভাগের নিয়ন্ত্রনাধীন ০৮টি জেলা সঞ্চয় অফিস/ব্যুরোতে সরবরাহ।
০৮টি জেলা হতে প্রাপ্ত বিনিয়োগ বিবরণী সমন্বিত করে একটি সমন্বিত বিভাগীয় বিবরণী প্রস্তুতকরণ এবং উহা প্রধান কার্যালয়ে প্রেরণ।
উপরোক্ত বিষয়াদি ব্যতীত অভিযোগ, অডিট আপক্তি সহ বিবিধ কোন সমস্যা সৃষ্টি হলে উহা সমাধানকল্পে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহন।